Application Form
ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষ এবং আগ্রহী এমন কিছু সংখ্যক ক্রিয়েটিভ তরুণের সন্ধান করছে দেশের সুনামধন্য ই-কমার্স প্রতিষ্ঠান Fresh Food।
পদের নাম:
ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর
আবেদনের যোগ্যতা:
* ট্রেন্ডিং টপিক সম্পর্কে সচেতন থাকবে হবে
* অডিয়েন্সের আগ্রহের বিষয়ে ধারণা থাকতে হবে
* সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো নিয়ে যথাযথ ধারণা থাকতে হবে
* ক্রিয়েটিভ স্ক্রিপ্ট রাইটিং, গল্প সাজানোয় মুন্সিয়ানা থাকতে হবে
* ভিডিও এডিটিং সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে
* সুদর্শন, সুন্দর বাচনভঙ্গী ও উচ্চারণে শুদ্ধতা থাকতে হবে
শিক্ষাগত যোগ্যতা:
নুন্যতম HSC পাস
পদসংখ্যা:
নির্ধারিত নয়
এছাড়াও নিম্নোক্ত পদের জন্য কর্মী নিয়োগ দেওয়া হবে.
#পদের নাম: ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট
আবেদনের যোগ্যতা :
* ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে
* ডিজিটাল মার্কেটিং এ নূন্যতম ২ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে BBA ডিগ্রি
পদসংখ্যা :
নির্ধারিত নয়
#পদের নাম : কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
আবেদনের যোগ্যতা:
* সুন্দর বাচনভঙ্গি ও উচ্চারণে শুদ্ধতা থাকতে হবে
* ইতিবাচক মানসিকতার অধিকারী হতে হবে
* উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সমস্যা সমাধানের ক্ষমতা থাকতে হবে
* কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে
* চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতো হবে
শিক্ষাগত যোগ্যতা :
নূন্যতম HSC পাস
পদসংখ্যা :
নির্ধারিত নয়
#পদের নাম :
প্যাকেজিং ইনচার্জ
আবেদনের যোগ্যতা :
* কাজের ক্ষেত্রে পরিশ্রমী এবং উদ্যমী হতে হবে
শিক্ষাগত যোগ্যতা :
SSC পাস
(অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযজ্ঞ)
পদসংখ্যা :
নির্ধারিত নয়
চাকরির ধরন:
ফুল-টাইম
চুক্তি -ভিত্তিক
বেতন:
আলোচনা সাপেক্ষে
কর্মস্থল:
ফ্রেশ ফুড কার্যালয় , মাইপাড়া বাজার ,পুঠিয়া , রাজশাহী। মোবাইল : ০১৭৪৮-৬০৯০৪০
মেইল : freshfoodgrocery@gmail.com
আগ্রহীরা নিচের ফর্ম পূরণ করে সাবমিট করুন।
